কুমিল্লায় বুক অলিম্পিয়াড: একটি ভালো বই মানুষের জীবনও বদলে দিতে পারে

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড। গতকাল (৩০ নভেম্বর) রোববার দুপুরে কুমিল্লা আইডিয়াল কলেজে মুক্ত আসরের উদ্যোগে ও বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা হয়। ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে উচ্চমাধ্যমিক ক্যাটাগরিতে দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। পরে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বুক অলিম্পিয়াডের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক জি এম মনিরুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘একটি ভালো বই একজন শিক্ষার্থীর চিন্তাচেতনা এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ভালো বই একজন মানুষের জীবনও বদলে দিতে পারে। নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠলে মননশীলতা বাড়ে। নিয়মিত বই পড়লে যুক্তিবোধের বিকাশ ঘটে এবং ব্যক্তি থেকে সমাজ সবাই উপকৃত হয়। তাই আমাদের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে ওঠা জরুরি।’

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান মাহমুদ, বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রধান সমন্বয়ক আয়শা জাহান, যোগাযোগবিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল বাশার, সদস্য ইয়াতুননেসা রুমা, গবেষক জয়াশিস বণিক, এখন টিভি কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, প্রথম আলো জেলা প্রতিনিধি আবদুর রহমান, ডেইলি স্টার–এর জেলা প্রতিনিধি খালেদ বিন নজরুল, বাবুই প্রকাশনের প্রকাশক কাদের বাবুসহ কুমিল্লার বিশিষ্টজনেরা।

বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘কুমিল্লা জেলার মাধ্যমে প্রথমবারের মতো কলেজভিত্তিক বুক অলিম্পিয়াডের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। একই ধারায় সারা দেশে বইপাঠের বার্তা ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের বইমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই, বই পড়ার মাধ্যমে ছেলেমেয়ের চিন্তার বিকাশ হোক।’
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ‘বই পড়লে কাজে লাগবেই। একজন মানুষ যত বেশি বই পড়বে, তত বেশি আলোকিত হবে।’
এ অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১০ জনকে সনদ ও বই উপহার দেওয়া হয়। তারা হলো লোকমান হোসাইন, নুসরাত জাহান, জাবেদ ব্যাপারী, জান্নাত আক্তার, মোহাম্মদ আবদুল্লাহ, যূথী ভূষণ বিশ্বাস, আবির হোসেন তন্ময়, হাসিবুর ইসলাম, চাঁদনী রানী ও সাগর চন্দ্র দে। আয়োজন সহযোগিতা করেছে স্বপ্ন ৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি প্রকাশন ও শব্দঘর।
প্রকাশিত নিউজ কুমিল্লা বুক অলিম্পিয়াড

- প্রথম আলো প্রিন্ট {সংযোগ}
- প্রথম আলো অনলাইন
- ডেইলি স্টার প্রিন্ট {সংযোগ}
- বাসস
- খববের কাগজ
- দীপ্তটিভি
- এখন টিভি
- আজকের পত্রিকা
- বাংলাদেশ প্রতিদিন
- রুপসী বাংলা প্রিন্ট {সংযোগ}
- রুপসী বাংলা অনলাইন
- আমোদ
- কুমিল্লার নিউজ
- বইচারিতা
- সংবাদবিডি নিউজ
- সমাজকাল
- স্বদেশ জার্নাল
- দৈনিক শিক্ষাডটকম
- যমুনা টিভি


কুমিল্লায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বুক অলিম্পিয়াড । Comilla book Olympiad | Jamuna TV
